নলহাটি ২: ভদ্রপুরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সাংস্কৃতিক ও বাউল গানের অনুষ্ঠান দেখতে এলাকাবাসীদের ভিড়
ভদ্রপুর গ্রামে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অনুষ্ঠিত হয় কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান,বাউল ও লোকগীতি গানের আসর। ভদ্রপুরের শ্রী দুর্গা ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছর এই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। এবারে চার বছরে পা দিলো এই পূজো।অপরূপ মাতৃরুপ দেখতে ভীড় জমান গ্রামবাসীরা। এবারে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল , পজিটিভ বার্তা ও ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে ব্লকের সেরা প্রতীমা নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।