পটাশপুর ২: "ARMY" লেখা বাইককে চড়ে SIR নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার করার অভিযোগ, বাইক ঘিরে উত্তেজনা পটাশপুরে
আর্মি লেখা বাইকে চড়ে এসআইআর নিয়ে তৃণমূলের পক্ষ থেকে প্রচার করার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো পটাশপুরের মথুরা অঞ্চলে |বিরোধীদের অভিযোগ এসার নিয়ে প্রশাসনিক অপব্যবহার করা হচ্ছে অন্যদিকে শাসকদলের পক্ষ থেকে বলা হয়েছে সবই পরিকল্পিত তৃণমূলকে বদনাম করার চেষ্টা চলছে। |