রামপুরহাট ১: ছাত্রী নির্যাতন-খুনে রামপুরহাট আদালতে এই মামলায় সাক্ষ্য গ্রহণ হলো তিনজনের
রামপুরহাটে ছাত্রী নির্যাতন-খুনে চার্জগঠন হবার পর। আজ পয়লা নভেম্বর শনিবার রামপুরহাট মহকুমা আদালতের বিশেষ আদালতে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে তিনজনের সাক্ষ্য গ্রহণ হলো আদালতে। অভিযুক্ত শিক্ষক যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক সহ স্কুলের প্রধান শিক্ষক ও এয়ারটেল টেলিকম কোম্পানির এক আধিকারিক এর সাক্ষ্য গ্রহণ হয়।