বারাসাত ১: “SIR- কে কেন্দ্র করে আগামী দিনে TMC চরম হত্যা লীলায় নামবে” বারাসাতে বললেন বিজেপির প্রাক্তন নেতৃত্ব প্রতিপ চ্যাটার্জী
প্রদীপ করে সুসাইড নোট নিয়ে নয়া জল্পনা রাজনৈতিক মহলে, হাতের চারটি আঙ্গুল ছিল না, খবর সুত্রের, মৃত্যুর কিভাবে সুইসাইড নোট লিখেছেন তিনি উঠছে প্রশ্ন? তবে এ ঘটনার প্রসঙ্গে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ বারাসাতে সড়ব হয়েছেন বারাসাত সংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন নেতৃত্ব প্রতীপ চ্যাটার্জী তিনি বলেন এসআইআরকে কেন্দ্র করে আগামী দিনে তৃণমূল কংগ্রেস চরম হত্যা লীলা