ধনিয়াখালি: রক্ত মোছানো হয়েছিল পরীজনদের দিয়ে, মৃতদেহ বস্তা বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল অন্যত্রে, ধনিয়াখালিতে বললেন বিধায়ক
রক্ত মোছানো হয়েছিল পরীজনকে দিয়ে, মৃতদেহ বস্তা বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল অন্যত্রে, ধনিয়াখালিতে বললেন বিধায়ক। আজ বুধবার বৈকাল পাঁচটা নাগাদ সুত্রের খবর ২০১০ সালের ১৮ই মার্চ ধনিয়াখালিতে তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম কে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিল তৎকালীন সিপিএম পরিচালিত ধনিয়াখালি গুড়বাড়ি এক পঞ্চায়েতের প্রধান, এক সদস্য সহ দলের লোকাল কমিটির ৮ সদস্য। পরে তারা জামিনে ছাড়া পায়,