রতুয়া ২: সিল ও স্বাক্ষর জালিয়াতির ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি সামসি গ্রাম পঞ্চায়েত প্রধানের
Ratua 2, Maldah | Nov 11, 2025 সামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য সরকারি নথি জালিয়াতি করা হচ্ছিল। এই গোটা জালিয়াতি চক্রে দুইজনকে পুলিশ গ্রেপ্তার করে খতিয়ে দেখছে। তবে যারা জালিয়াতির সঙ্গে যুক্ত তাদের যেন কঠোর শাস্তি হয় এমনটাই দাবি করলেন সামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিষা দাস। তিনি বলেন এসআইআর নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে এই সুযোগ নয় বরং দীর্ঘদিন ধরে এই ধরনের জাল কারবার করা হচ্ছে বিভিন্ন জায়গায় শীল তৈরি করে নিয়ে জল করা হচ্ছে দাবি করেন তিনি।