মথুরাপুর ২: গিলেরছাট উদয়ন স্পোর্টিং ক্লাব ও রাসমেলা কমিটির উদ্যোগে রাস উৎসবের আয়োজন
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের গিলেরছাট উদয়ন স্পোর্টিং ক্লাব ও রাসমেলা কমিটির উদ্যোগে রাস উৎসবের আয়োজন এ বছর নিয়ে অষ্টম বছরের পদার্পণ করল এই রাস উৎসব এ বছরের থিম ত্রিদেব ব্রহ্মা দিলেন ভ্রমঅস্ত্র বিষ্ণু দিলে চক্র মহেশ্বর দিল ত্রিশূল সুরক্ষিত মানব চক্র । এই রাসমেলার শুভ উদ্বোধন করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও রায়দীঘি বিধানসভার ডাক্তার অলক জয়লদাতা উপস্থিত ছিলেন মথুরাপুর দু'নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক