নলহাটি ২: লোহাপুরে মহা ধুমধাম করে জগধাত্রী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ
পয়লা নভেম্বর শনিবার বিকেল চারটে নাগাদ নলহাটি দুই নম্বর ব্লকের লোহাপুরে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের করা হয়।লোহাপুর নাগেশ্বর নাথ শিব মন্দির সমিতির উদ্যোগে এই পূজোর আয়োজন করা হয়। মহাধুমধাম করে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের করে গোটা এলাকা পরিক্রমা করানো হয়। শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল নলহাটি থানার লোহাপুর ক্যাম্পের পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স।