মাথাভাঙা ১: গাঁজা পাচার কাণ্ডের ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করল মাথাভাঙ্গা থানার পুলিশ সোমবার তাদের আদালতে তোলা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে মাথাভাঙা কালিবারি এলাকায় পুলিশ 21 কেজি গাঁজা সমেত এল ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তদন্ত নেমে গাঁজা পাচারের ঘটনায় রবিবার গভীর রাতে শিলিগুড়ি থেকে আরো দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কে সোমবার বেলা 2 টা নাগাদ অভিযুক্তদের কোচবিহার আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তরা হলেন রাজ সিং ও গজেন্দ্র সিং। তাদের বাড়ি উত্তরপ্রদেশে। পুলিশ জানিয়েছেন অভিযুক্ত রোহিত যাদবকে জিজ্ঞাসাবাদ করে ওই দুই অভিযুক্তর সন্ধান পাওয়া যায়