ভাতার: সাপের কামড়ে আতঙ্কিত ভাতার এলাকার মানুষ, বুধবার আটজন চিকিৎসাধীন ভাতার ব্লক হসপিটালে
প্রতিবছর বর্ষার সময় সাপের কামড়ের সংখ্যা বেড়ে যায়। এবছর সেই সংখ্যা আরো বেড়েছে। বুধবার ভাতার, মঙ্গলকোট ও মন্তেশ্বর ব্লক থেকে আটজন চিকিৎসাধীন ভাতার ব্লক হসপিটালে। আতঙ্কিত এলাকার মানুষ।