ঝাড়গ্রাম: লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, সারা দেশে জারি উচ্চ সতর্কতা, ঝাড়গ্রাম রেলস্টেশনে চলছে কড়া নজরদারি
সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী। বিস্ফোরণের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় একাধিক গাড়ি, আহত হয়েছেন বহু মানুষ। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনায় অন্তত দশজনের মৃত্যু হয়েছে।বিস্ফোরণের পর থেকেই সারা দেশে জারি হয়েছে উচ্চ সতর্কতা। সেই সূত্রে মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম রেলস্টেশনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন।আরপিএফ ও জিআরপি-এর যৌথ তল্লাশিতে স্টেশনের প্রতিটি কোণ ঘুরে দেখা হয়।