কুলপি: নিশ্চিন্তপুর জামতলায় মালসহ উল্টে গেল একটি টোটো গুরুতর জমম হয় একজন।
দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর জামতলা এলাকায় টোটোতে করে মাল নিয়ে কাকদ্বীপে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায় টোটো তে থাকার টোটো চালক গুরুতর জখম হয় তাকে ডায়মন হারবার হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যায় খবর পেয়ে ওই মালের মালিক আসেন মাল গুলো উদ্ধার করে খবর পেয়ে আসে কুলপি থানার পুলিশ