চাঁচল ২: চাঁচলের উমরপুর-রাজাপুর রাস্তায় বেহাল দশা, দুই বছরেই উধাও পিচের চাদর
দুই বছর আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা পিচ দিয়ে সংস্কার হয়েছে। ঠিকাদার সংস্থার তরফে সেই রাস্তার গ্যারান্টি দেওয়া হয় পাঁচ বছর। তিনবছর আগেই রাস্তা পিচের চাদর উধাও। মালদহের চাঁচলের উমরপুর থেকে রাজাপুর পর্যন্ত প্রায় পাঁচ কিমি রাস্তা খনাখন্দ অবস্থায় পরিণত হয়েছে। ওই এলাকা দিয়ে প্রতিনিয়ত শয়ে শয়ে টোটো চলাচল করে। রীতিমতো টোটো যাত্রীরা চরম সমস্যায় পড়েন। রবিবার বিকের চারটে নাগাদ সেই বেহাল রাস্তা জরাজীর্ণ অবস্থা ধরা পড়ল আমার ক্যামেরায়।