স্বরূপনগর: তারালি সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগেই শিশু সহ ১০ বাংলাদেশি গ্রেপ্তার
ভিন রাজ্য থেকে এসে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগেই তারালি সীমান্ত এলাকা থেকে কর্তব্যরত বিএসএফের জওয়ানরা ৩ শিশু সহ ১০ জন বাংলাদেশীকে আটক করে |জিজ্ঞাসাবাদে তাদের নিকট কোন বৈধ প্রমাণ না থাকায় তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় BSF পরবর্তী আইনীপদক্ষেপ গ্রহণ করার জন্য |পুলিশ তাদেরকে গ্রেফতার করে আজ ৩১ অক্টোবর দুপুর দুটো নাগাদ বসিরহাট মহকুমা আদালতে পাঠায় |পুলিশ সূত্রে জানা যায়, তারা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা |