হবিবপুর: হবিবপুর রাইস মিলহাট এলাকায় বাইক দুর্ঘটনায় আহত ১, চিকিৎসার জন্য আনা হলো বুলবুলচন্ডী হাসপাতালে
বাইক দুর্ঘটনায় আহত এক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হবিপুর থানার মালদা নালাগোলা রাজ্য সড়কের হাট এলাকায়, জানা গেছে রাইস মিল হাট এলাকায় এক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বাইক আরোহী কে অন্য এক বাইক আরোহীর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ঘটনা দাঁড়িয়ে থাকা বাইক আরোহী পড়ে যান এবং গুরুতর আহত হন তড়িঘড়ি চিকিৎসার জন্য আনা হয় বুলবুলচন্ডী হাসপাতালে