ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরের পাঁচ মাথা মোড় সংলগ্ন দিশারী সংঘের মাঠে আয়োজিত হলো প্রান্তিক মানুষের জন্য পাঁচ টাকার শপিং মল
দুর্গাপুরের পাঁচ মাথা মোড় সংলগ্ন দিশারী সংঘের মাঠে রবিবার দুপুর একটায় আয়োজিত হলো প্রান্তিক মানুষের জন্য অনন্য উদ্যোগ—‘পাঁচ টাকার শপিং মল’। স্বেচ্ছাসেবী সংগঠন বেনাচিতি স্বপ্নপূরণ এই একদিনের শপিংমল সাজায় অত্যাধুনিক শোরুমের আদলে, যেখানে শিশুসহ সকল বয়সের মানুষের জন্য পোশাক, জুতো ও প্রয়োজনীয় সামগ্রী রাখা ছিল মাত্র পাঁচ টাকায়।আয়োজকদের উদ্দেশ্য—দান নয়, সম্মান দিয়ে পছন্দ করার স্বাধীনতা নিশ্চিত করা। সংগঠনের উপদেষ্টা সঞ্জয় সীট