মুরারই ১: শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন করা হবে রাজগ্রাম শিল্পী ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমার,শোভাযাত্রা ঘিরে কড়া পুলিশি ব্যবস্থা
আজ পহেলা নভেম্বর শনিবার রাত্রের দিকে নিরঞ্জন করা হবে মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম শিল্পী ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমা। রাত্রের দিকে নিরঞ্জন করাবে জগদ্ধাত্রী প্রতিমার রাজগ্রামের কানি পুকুরে। এদিন শনিবার সন্ধ্যা নাগাদ নিরঞ্জন করার আগে শোভাযাত্রা বের হয়। জানা গিয়েছে, শোভাযাত্রাটি গোটা রাজগ্রাম বাজার পরিক্রমা করা হবে। এবং শেষে নিরঞ্জন করা হবে কানি পুকুরে। শোভাযাত্রায় যাতে কোন রকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কড়া পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয় মুরারই থানা পুলি