বিনামূল্যে রেজিস্ট্রেশান, রাজ্য সড়ক দিয়ে যাতায়াতে ছাড়পত্র সহ ছ'দফা দাবিকে সামনে রেখে ৭২ ঘন্টা ধর্মঘটের ডাক দিলেন সিমলাপালের টোটো সংগঠনের সদস্যরা।ওই সংগঠনের সদস্যরা সিমলাপাল নদী ঘাট থেকে মিছিল করে বিডিও অফিসে পৌঁছান। সেখানে পৌঁছে নিজেদের দাবির সমর্থণে বেশ কিছুক্ষণ স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের এক প্রতিনিধি দল বিডিও-র কাছে গিয়ে তাদের দাবিপত্র তুলে দেন.