মথুরাপুর ২: উত্তর মহামায়া গ্রামবাসীর উদ্যোগে জগদ্ধাত্রী পূজার আয়োজন পূজা কমিটির পক্ষ থেকে সম্প্রীতির বার্তা
জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে সম্প্রীতির বার্তা রায়দিঘী বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের গিলেরছাট অঞ্চলের উত্তর মহামায়া সুন্দরবনের এক গ্রাম্য এলাকা এখানকার গ্রামবাসীর তত্ত্বাবধানে ও উত্তর মহামায়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি উদ্যোগে জগদ্ধাত্রী পূজার আয়োজন এ বছর তাদের চতুর্থ বছরের পদার্পণ করলো এই পুজো উপলক্ষে আজ সকালে গ্রামের পাঁচশত মহিলা ও কমিটি যুবকরা প্রায় 6 km রাস্তা পায়ে হেঁটে আগ নিয়ে এক পথরেলীর মাধ্যমে মন্ডপে এসে পৌঁছান শুরু হয় বরণ প্