কাশীপুর: শরত এলেও, এবার কাশীপুর জুড়ে মনখারাপের হাওয়া, কারণ এ'বছর বন্ধ থাকছে ঐতিহ্যবাহী রাজবাড়ির পুজো
শরত এলেও, এবার কাশিপুর জুড়ে মনখারাপের হাওয়া। কারণ এ'বছর বন্ধ থাকছে ঐতিহ্যবাহী রাজবাড়ির পুজো। রাজবাড়ির বর্তমান তত্ত্বাবধায়ক আনসুল রাজোয়াতের স্ত্রী প্রয়াত হওয়ায়, এই বছর পুজো বন্ধ থাকবে বলে, জানা যায়। কাশিপুরের রাজবাড়ির দুর্গাপূজা পুরুলিয়া জেলার অন্যতম প্রাচীন পূজা। পূজার ঐ ক'দিন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে রাজবাড়ির সিংহ দুয়ার। প্রতিবছর এই দিনগুলিতে রাজবাড়িতে ভিড় জমায় মানুষ। দীর্ঘ ৫৪ বছর পর সেই ট্র্যাডিশনে ছেদ পড়ল এবার। এর আগে ১৯৭২ সালে রাজা ভুবন