নলহাটি ১: নলহাটি ১৪ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ১ বাইক চালকের, ঘটনা স্থলে নলহাটি থানা পুলিশ
নলহাটি ১৪ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ১ বাইক চালকের । দুর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ৯ : ৩০ টা নাগাদ নলহাটি থানার অন্তর্গত ১৪ নম্বর জাতীয় সড়কে CADC মোড়ে পেট্রোল পাম্পের কাছে । স্থানীয়রা জানান,একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১ মোটর বাইক চালককে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। সজরে ধাক্কার ফলে ওই বাইক চালক রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ওই ব্যক্তিকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে।