বিনপুর ২: এলাকার পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে আশাকাঁথিতে সেলাই প্রশিক্ষণ শিবিরের আয়োজন
এলাকার পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে আশাকাঁথিতে সেলাই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। প্রশিক্ষণ শেষে শনিবার দুপুর নাগাদ হয় সার্টিফিকেট প্রদান কর্মসূচী। বিনপুর 2 ব্লকের বিনপুর থানার অন্তর্গত আশাকাঁথিতে, উষা ক্লাসিক্যাল টিচার্স ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আশাকাঁথি পল্লী কল্যাণ ক্লাবের ব্যবস্থাপনায় দশদিন ধরে চলে এই প্রশিক্ষণ শিবির। পুরো প্রক্রিয়াটি হয় বিনামূল্যে।