রামপুরহাট ১: SIR নিয়ে ভোটারদের অহেতুক ভয় ভীতি দূর করতে, রামপুরহাটে বিএলওদের সঙ্গে এলাকা পরিদর্শন করলেন মহকুমা শাসক
SIR নিয়ে ভোটারদের অহেতুক ভয় ভীতি দূর করতে, রামপুরহাটে বিএলওদের সঙ্গে এলাকা পরিদর্শন করলেন রামপুরহাটের নবনিযুক্ত মহকুমা শাসক। বুধবার সকল আনুমানিক এগারোটা নাগাদ রামপুরহাট মহকুমা শাসক রামপুরহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে B L O দের ফ্রম দেওয়ার সময় বাসিন্দাদের সবরকম সাহায্যের জন্য প্রশাসন তাদের পাসে আছে সেই বিষয়টি জানান।