SIR নিয়ে ভোটারদের অহেতুক ভয় ভীতি দূর করতে, রামপুরহাটে বিএলওদের সঙ্গে এলাকা পরিদর্শন করলেন রামপুরহাটের নবনিযুক্ত মহকুমা শাসক। বুধবার সকল আনুমানিক এগারোটা নাগাদ রামপুরহাট মহকুমা শাসক রামপুরহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে B L O দের ফ্রম দেওয়ার সময় বাসিন্দাদের সবরকম সাহায্যের জন্য প্রশাসন তাদের পাসে আছে সেই বিষয়টি জানান।