পাড়ায় সমাধানে আবেদনের ভিত্তিতে বলরামপুর শহরের গোশালা রোড এলাকার ষোলো আনা দুর্গা মন্দির প্রাঙ্গনে পাকা ঢালায়ের কাজের সূচনা হলো। ফিতে কেটে নির্মাণ কাজের সূচনা করেন বলরামপুর বিডিও সৌগত চৌধুরী, উপস্থিত ছিলেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার,সমিতির সদস্যা রাধা সহিস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।