মাথাভাঙা ১: বন্দেমাতরম সংগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মাথাভাঙ্গা শহরে পথযাত্রা বিজেপির পক্ষ থেকে
বন্দেমাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মাথাভাঙা শহরে বিজেপির পক্ষ থেকে শুক্রবার বিকাল৫ টা নাগাদ মাথাভাঙা শহরে পদযাত্রা অনুষ্ঠিত হলো। এদিন মাথাভাঙ্গা মেলার মাঠে থেকে এই পদযাত্রা মাথাভাঙা শহর পরিক্রমা করে মাথাভাঙা তেপথি এলাকায় শেষ হয়। পরে নেজাজির সুভাষ চন্দ্র বসুর মূর্তির পাদদেশে ১৫০ টি প্রদীপ প্রজ্বলন করা হয় এবং বন্দেমাতরম তাৎপর্য আলোচনা করা হয়।