আরামবাগ: মঙ্গলবারের পরিবর্তে সোমবার বাস ও গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে রামকৃষ্ণ সেতু'তে
মঙ্গলবারের পরিবর্তে সোমবার বাস ও গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে রামকৃষ্ণ সেতু'তে।জানা যায়,রামকৃষ্ণ সেতুর ভার বহন পরীক্ষার জন্য তার উপর দিয়ে শনিবার থেকে সোমবার পর্যন্ত বাস থেকে শুরু করে সম্পর্ণ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।মঙ্গলবার সকাল 6 টার পর থেকে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ার নির্দেশ থাকলেও রবিবার কাজ শেষ হয়ে যাওয়াই সোমবার রাত থেকেই সেতু খুলে দেওয়া হবে বাস সহ গাড়ি চলাচলের জন্য।