ইংরেজবাজার: দিল্লিতে বিস্ফোরণ! বাড়ানো হয়েছে মালদা টাউন স্টেশনের নিরাপত্তা, চলছে স্লিপার ডগ দিয়ে তল্লাশি
দিল্লিতে বিস্ফোরণের ঘটনা । বাড়ানো হয়েছে মালদা টাউন স্টেশনের নিরাপত্তা । সেই সঙ্গে স্লিপার ডগ দিয়ে চলছে কড়া নজরদারি । মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ মালদা টাউন স্টেশন চত্বরে এমনটাই ছবি নজরে এলো। এই অভিযানের অংশ হিসেবে মালদা টাউন স্টেশনের প্ল্যাটফর্ম, স্টেশন প্রাঙ্গণ ও বিভিন্ন ট্রেনে, বিশেষত ২২৩০১ বন্দে ভারত এক্সপ্রেসের মত গুরুত্বপূর্ণ ট্রেনে, ব্যাপক তল্লাশি চালানো হয়। যাতে কোনও সন্দেহজনক ব্যক্তি বা বস্তু স্টেশন চত্বর কিংবা ট্রেনে প্রবেশ না করে।