ভাতার: একি অবস্থা,ভাতার ব্লক হসপিটালে কয়েক হাজার মানুষ প্রতিদিন হসপিটালে চিকিৎসা করতে আসেন পানীয় জল নেই ৩মাস ধরে#jansamasya
একি অবস্থা, ভাতার ব্লক হসপিটালে কয়েক হাজার মানুষ প্রতিদিন হসপিটালে চিকিৎসা করতে আসেন নেই পানীয় জল তিন মাস ধরে। বুধবার তিনটের সময় রোগী পরিবারের সদস্যরা জানালেন অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করুক প্রশাসন। ভাতার ব্লক হসপিটাল থেকে স্টেট জেনারেল হসপিটাল হয়েছে। বিল্ডিং এর কাজ সম্পন্ন শেষ। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী তা আনুষ্ঠানিক ভার্চুয়াল ভাবে উদ্বোধনও করেছেন।