ক্যানিং ১: গুজরাটের সোমনাথ মন্দিরের দর্শন এবার মিলবে ক্যানিং এর বিদ্যাধরী পাড়া সার্বজনীন এর পুজো মণ্ডপে
সপ্তম বর্ষে পদার্পন করেছে ক্যানিং বিদ্যাধরি পাড়া সার্বজনীন এর পুজো। তাদের এবারের ভাবনা গুজরাটের সোমনাথ মন্দির। জোর কদমে চলছে শেষ মুহূর্তের কাজ। দূর দূরান্ত থেকে ঠাকুর দেখতে আসা মানুষজন এবারও নতুন কিছুর স্বাদ এই পুজো মণ্ডপে পাবেন বলেই আশাবাদী উদ্যোক্তারা। মঙ্গলবার বিকেলে মণ্ডপে কাজ চলছে জোর কদমে।