করিমগঞ্জ: শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন,উপস্থিত জেলাশাসক
বুধবার সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়েও "সেবা সপ্তাহ" পালনের অঙ্গ হিসেবে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের সহযোগিতায় এই রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী,পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব,রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সব্যসাচী রায়,স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক সুমনা নাইডিং সহ অন্যান্যরা।