পাঁশকুড়া: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে টিবি ইউনিট কক্ষের উদ্বোধন উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক
পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে টিবি ইউনিট কক্ষের উদ্বোধন করলেন জেলার জেলা শাসক বুধবার বিকেলে। বুধবার বিকাল তিনটার সময় ফেতা কেটে উদ্বোধন করেন। খুব সহজেই অত্যাধুনিক মেশিন দ্বারা খুব সহজেই টিবি শনাক্তকরণ করা যাবে। উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ইউনুস রিশিন, তমলুক মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার,পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়,Bdoমোহন ভার্মা,হলদিয়া পেট্রোকেমিকেলে জেনারেল ম্যানেজার সহ অন্যান্যরা।