নলহাটি ২: ভদ্রপুরে বহু পুরনো বড়মা কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় মেতেছে এলাকাবাসীরা
শুক্রবার দুপুর তিনটে নাগাদ নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর গ্রামের সূর্যদয় ক্লাবের বহু পুরনো বারো হাতের কালী অর্থাৎ বড় মায়ের বিসর্জনের শোভাযাত্রা বের হয়।মহা ধুমধাম করে এই শোভাযাত্রা গোটা গ্রাম প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রায় অংশ নেন আট থেকে আশি সকল মানুষ। এছাড়াও ঐ গ্রামের ও ব্লকের অন্যান্য গ্রামেও আরো অনেক ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হয়। সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ভদ্রপুরে সেই বিসর্জনের শোভাযাত্রা ধরা পরল আমাদের ক্যামেরায।