বামনগোলা: পাকুয়াহাটে বিজেপির তরফে আনুষ্ঠানিক ভাবে খোলা হলো সিএএ CAA ক্যাম্প
বামনগোলা -- বিজেপির তরফে আনুষ্ঠানিক ভাবে খোলা হলো সিএএ CAA ক্যাম্প, সোমবার দুপুর বারোটা নাগাদ বামনগোলার পাকুয়াহাটে বিজেপির পার্টি অফিসে, ফিতে কেটে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। এ বিষয়ে উত্তর মালদার সাংগঠনিক সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনীয়া বলেন প্রশাসন যেভাবে সাধারণ জনগণকে ভয় দেখাচ্ছে। সেই দিকে নজর রেখে সাধারণ মানুষের সুবিধার্থে পাকুয়াহাট এলাকায় এই ক্যাম্প করা হয়েছে। যাতে সাধারণ মানুষ কোন সমস্যায় পড়লে এই ক্যাম্পে যোগাযোগ করলে সমস্যার সমাধান করে