কুলতলি: আবার পর্যটকের ক্যামেরায় বন্দি হলো সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার
বারুইপুর পূর্ব বিধানসভার ধোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর থেকে ২৪ জনের পর্যটক দল গত মঙ্গলবার কুলতলীর কৈখালী বনদপ্তর থেকে বৈধ পাস নিয়ে এমবি মা মঙ্গলচন্ডী রবিনের নৌকায় তারা কলস ক্যাম্পের দিকে রওনা দেয় আজ বাড়ি ফেরার পথে বিশালক্ষী খালের সম্মুখে তারা একটি রয়েল বেঙ্গল টাইগার দেখতে পায়। সাথে সাথে বিলম্ব না করে নিজেদের কাছে থাকা ফোনে ক্যামেরাবন্দি করে পর্যটকরা। এই বাঘ দেখে উৎসাহিত পর্যটক দল সাথে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন।