আজ ১৩ ই নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক বিকেল নাগাদ। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত পাইকর 2 অঞ্চলের মাঠবসড়ি গ্রামে তৃণমূলের পক্ষ থেকে যোগদান সভা অনুষ্ঠিত হলো। এদিনের তৃণমূলের যোগদান সভায় পাইকর2 অঞ্চলের। মাঠবসড়ি গ্রামে 248 নম্বর বুথে কংগ্রেসের সদস্যা সানজিদা বেগম সহ ৩০০ জন কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন মুরারই বিধানসভার তৃণমূলের বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন।