দিনহাটা ১: বামনহাটে ২য় বর্ষ ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ১ম সেমি ফাইনালে জয়ী কোচবিহার খেলাঘর
বামনহাটে ২য় বর্ষ ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ১ম সেমি ফাইনালে জয়ী কোচবিহার খেলাঘর। সোমবার বিকেল ৫টা নাগাদ এই খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বামনহাট যুব সংঘ এবং স্বর্গীয় বি এন রায় ফুটবল একাডেমির যৌথ উদ্যোগে দ্বিতীয় বর্ষ ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল গত ৪ঠা নভেম্বর ২০২৫। আজ ছিল প্রথম সেমিফাইনাল খেলা। এদিনের এই খেলায় অংশগ্রহণ করে গত বছরের চ্যাম্পিয়ন দল কোচবিহার খেলাঘর এবং মেটেলি টি স্টেট। খেলার প্রথমার্ধে ১টি গোল করে কোচবিহার খেলাঘর।এরপ