কৃষ্ণনগর ১: কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনে পুলিশের গায়ে হাত, উত্তেজনার সৃষ্টি, পুলিশের কলার ধরে টান,আটক ব্যক্তি
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায় কৃষ্ণনগর জগদ্ধাত্রী পূজার ঘট বিসর্জন চলছিল আজ সেই সময় পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ করে দুটি বারোয়ারি একইসঙ্গে মঙ্গল ঘর নিয়ে জলঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ গিয়ে দুটি বারোয়ারিকে আলাদা করার চেষ্টা করলে সেই সময় এক ব্যক্তি পুলিশ কর্তব্যরত ওই অফিসারকে ঠেলা মারে এবং তার কলার ধরে টানে। ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে আটক করা হয় ওই ব্যক্তিকে।