রায়গঞ্জ: দেবীনগরের ভাড়া বাড়ি থেকে নিখোঁজ নাবালক ছেলে, ফের রায়গঞ্জ থানার দারস্থ দিশেহারা বাবা, তদন্তে পুলিশ
দেবীনগরের ভাড়া বাড়ি থেকে নিখোঁজ নাবালক ছেলে, ফের রায়গঞ্জ থানার দারস্থ দিশেহারা বাবা, তদন্তে পুলিশ। শনিবার বিকালে নিখোঁজ ছেলের বাবা সুসেন মন্ডল জানান, তার ছেলের নাম সুদর্শন কুমার মন্ডল, বয়েস আনুমানিক ১৭ বছর ১১ মাস, বাড়ি ডালখোলা থানার সুর্যাপুরে। পড়াশুনার জন্য সে রায়গঞ্জের দেবীনগরে এক বাড়িতে ভাড়া থাকতো। গত ২৯ শে অক্টোবর সে ভাড়া বাড়ি থেকে টিউশন পড়তে যাওয়ার নামে বেড় হলেও বাড়ি ফেরেনি। বিভিন্ন যায়গায় খুজেও তাকে না পেয়ে ৩০ শে অক্টোবর রায়গঞ্জ থানার দারস্থ হয় বাবা৷