কুলতলি: শানকিজাহানে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় বিধায়ক আইসি সহ একাধিক জনপ্রতিনিধি
সুন্দরবন লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলীর গোপালগঞ্জ অঞ্চলের শানকিজাহান ইট ভাটার মুড়ি আন্তর্জাতিক মানের রবার বল প্রতিযোগিতা উদ্বোধন করতে এলেন কুলতলীর বিধায়ক গণেশচন্দ্র মন্ডল কুলতলী থানার আইসি ফারুক রহমান এছাড়া উপস্থিত ছিলেন একাধিক জনপ্রতিনিধি। আর এ বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধায়ক কি জানালেন শুনুন।