রতুয়া ২: আবারও শক্তি বৃদ্ধি করল মিম পার্টি, মালদা পট্টি গ্রামে শতাধিক কর্মী সমর্থক যোগদান করলো
Ratua 2, Maldah | Nov 10, 2025 রতুয়া বিধানসভা এলাকা জুড়ে শক্তি বৃদ্ধি করতে তৎপরতার সাথে কাজ চালাচ্ছে মিম পার্টির নেতৃত্বরা। সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতি শেখ জাহাঙ্গীর এর নেতৃত্বে রতুয়ার মালদা পট্টি এলাকায় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। কংগ্রেস ও তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক মহিলা পুরুষ মিম পার্টিতে যোগদান করেছে দাবি সংগঠনের নেতৃত্বদের। সকলের হাতে সংগঠনের পতাকা তুলে দেওয়ার মধ্য দিয়ে রতুয়া জুড়ে আরও আগামী দিন শক্তিশালী সংগঠন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে শ্লোগান মিম পার্টির।