বারাবনী: আসানসোলের ৫০নং ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সামাধান শিবির, উপস্থিত ডেপুটি মেয়র
আসানসোলের ৫০নং ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সামাধান শিবির, উপস্থিত ডেপুটি মেয়র আসানসোল পৌর নিগমের ৫০ নম্বর ওয়ার্ডে আসানসোলে ১৫৪ ও ১৫৬ নম্বর বুথকে কেন্দ্র করে স্পন্দন ম্যারেজ হলে আজ সকাল থেকে অনুষ্ঠিত করা হলো 'আমাদের পাড়া আমাদের সমাধান' শিবির। এই শিবিরে আজ দুপুরে পরিদর্শনে আসে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। সেখানে স্থানীয় মানুষের সমস্যার কথা শুনেন এবং তিনি জানিয়েছেন খুব শিগ্রই এই শিবিরের মধ্যেমে আপনাদের সমস্যার সামাধান করা হবে তাছাড়া আসানসোল দ