কোচবিহার ১: রাস মেলায় বিক্ষোভ দেখালো হকাররা
সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ জেনস্কিন্স মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো হকার রা। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে তারা রাস মেলায় ফুটপাতে ব্যবসা করে আসছে। কিন্তু এবছর তাদের মেলায় ফুটপাতে দোকান করতে দেওয়া হচ্ছে না। পৌরসভার চেয়ারম্যান কে জানালে তিনিও ব্যবসায়ীদের বলেন তারা যাতে মাঠে জায়গা নিয়ে ব্যবসা করে। আর এর ই সোমবার দুপুর থেকে আন্দোলনে স্বামীর হলো ফুটপাত ব্যবসায়ী