বর্ধমান ১: বেলুটি গ্রামের মাঠে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিষধর সাপের কামড়ে মৃত্যু হলে চাষীর
চাষের কাজে মাঠে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিষধর সাপের কামড়ে মৃত্যু হল চাষীর। মৃতের নাম মহাদেব বাউরী (৫৭) নানুর থানার বেলুটি গ্রামে তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে গত সাত দিন আগে মাঠে চাষের কাজে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন তখনই তার পায়ে বিষধর সাপে কামড়ায়। সাপে কাটার কথা জানতে পেরে পরিবারের লোকজন প্রথমে সিয়ান হাসপাতাল তাকে নিয়ে যায়। সেখান থেকে রেফার করে Bmch এ নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন আজ বুধবার ভোরে তার মৃত্যু হয়।