বহরমপুর: আবারো বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালে বহরমপুর থানার অন্তর্গত হাতিনগরের জীবননগরে
আবারো বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালে বহরমপুরে। পুলিশ সূত্রে জানা যায় বহরমপুর থানার অন্তর্গত হাতিনগর অঞ্চলের জীবননগর এলাকার একটি মাঠে প্রায় বারটি তাজা সকেট বোমা উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায় সকালে এলাকাবাসীদের নজরে আসতেই খবর দেওয়া হয় বহরমপুর থানায় পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে খবর দেয়া হয়েছে বম ডিসপোজাল স্কট কে।খুব শীঘ্রই বোমা গুলির নিষ্ক্রিয় করা হয় বলে জানা গেছে। তবে এই বোমা গুলি কি রেখেছে? বা কি উদ্দেশ্যে রাখা হয়েছিল? তা