রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR আর ইতিমধ্যেই দিয়ে BLO রা বাড়ি বাড়ি দিয়ে গেছে ফর্ম, কিন্তু সেই ফর্ম নিয়ে বুঝতে পারছেন না অনেকেই, কোথায় কি ফিলাপ করতে হবে? কোন স্থানে কার নাম লিখতে হবে! ২০০২ সালের তালিকা নাম থাকলে সেটি বা কোথায় লিখতে হবে? বিএলও ফর্ম দিয়ে বলে যাবার পরও অনেকেই তা সঠিকভাবে বুঝতে পারছেন না, আর তাদের সহায়তার জন্যই এবার এগিয়ে এলেন কাটোয়া ১ব্লকের কোশিগ্ৰাম পঞ্চায়েতের খাঁয়েরহাট এলাকার শিক্ষিত যুবক যুবতিরা।