আগামী ০৭/১২/২০২৫ ইং রোজ রবিবার বিকেল ০৩:০০ ঘটিকায় কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে ঐতিহাসিক মিছিল কে সর্বাত্মক সাফল্য মন্ডিত করার লক্ষ্যে, আজ কাঞ্চনপুর মন্ডলের অন্তর্গত ৬০/৫ নং পোলিং বুথে বাড়ি বাড়ি প্রচারে বুথে'র কার্যকর্তাগণ। সাথে স্বদেশী পণ্য গ্ৰহণ ও বিদেশী পণ্য বর্জন করতে জনগণ'দের উৎসাহিত করা হয় এবং প্রতি বাড়িতে স্বদেশী স্টিকার লাগানো হয়।