খানাকুল ১: চিনা মাঞ্জা তথা ঘুড়ির সুতোয় গলা গেটে গোঘাটের এক ব্যক্তির মৃত্যুর পরেই নরেচরে বসলো পুলিশ,করা হচ্ছে সচেতনতা মাইকিং
চিনা মাঞ্জায় গলা কেটে মৃত্যুর পরেই নরেচরে বসলো পুলিশ।পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং।চিনা মাঞ্জা বিক্রি বা মজুত করে রাখতে দেখলেই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান হচ্ছে মাইকিংয়ে।উল্লেখ্য,শনিবার ঘুড়ির সুতো অর্থাৎ চিনা মাঞ্জায় গলা কেটে মর্মান্তিক মৃত্যু হয় গোঘাটের মুক্তারপুর এলাকার চন্দন দলুই নামের ব্যক্তির।বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে ঘটে এই ঘটনা।এর পরেই নরেচরে বসেছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ।