ঝালদা ১: ঝালদা এলাকার দুর্গাপূজা কমিটিদের নিয়ে বৈঠক ঝালদা থানা প্রাঙ্গনে
ঝালদা এলাকার দুর্গাপূজা কমিটিদের নিয়ে বৈঠক ঝালদা থানা প্রাঙ্গনে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় এদিন ঝালদা ১ নম্বর ব্লক ও ঝালদা শহর সমস্ত দুর্গাপূজা কমিটিদের নিয়ে ঝালদার নতুন থানা প্রাঙ্গনে একটি বৈঠক আয়োজিত হয়। পূজা কমিটিদের অন্যান্য বছরের মত এ বছরও বিভিন্ন নির্দেশ দেন ঝালদা থানার পুলিশ। যাতে সরকারের সমস্ত নির্দেশিকা মেনে পূজা কমিটি গুলো উৎসবে সামিল হয়। উপস্থিত ছিলেন ঝালদা এসডিপিও, ঝালদা থানা আইসি , তুলিন ফাঁড়ির ইনচার্জ, ঝালদা ব