মুরারই ২: রুদ্রনগর পঞ্চায়েত মোড়ে ট্রাক্টর ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, ছিঁড়ল ১১ হাজার ভোল্টের তার, বিদ্যুৎহীন গ্রামে
রুদ্রনগর পঞ্চায়েত মোড়ে ট্রাক্টর ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, ছিঁড়ল ১১ হাজার ভোল্টের তার, বিদ্যুৎহীন গ্রামের। আজ বৃহস্পতিবার সকালে দিকে বীরভূম জেলার মুরারই ২ নম্বর ব্লকের অন্তর্গত রুদ্রনগর অঞ্চলের রুদ্রনগর পঞ্চায়েত মোড়ে ঘটে গেল একটি দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ডাম্পার হিয়াতনগর দিক থেকে চাতরা দিকে যাচ্ছিল, অপরদিকে চাতরা দিক থেকে হিয়াতনগর মোড়ের দিকে আসছিল একটি ট্রাক্টর। সেই সময় রুদ্রনগর পঞ্চায়েত মোড়ে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।