বিগত ২৬ নভেম্বর ধর্মনগরে শ্রমিক কৃষকের ন্যায্য দাবী নিয়ে সংঠিত শান্তিপূর্ণ মিছিলে বি জে পি দুষ্কৃতকারীদের প্রাণঘাতী আক্রমণের শিকার হন পার্টি রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমঃ অমিতাভ দত্ত, পার্টি ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক কম: রতন রায় সহ আরও কমরেড। এই ঘটনার প্রতিবাদে পার্টি কাঞ্চনপুর মহকুমা কমিটির উদ্যোগে কাঞ্চনপুর বাজারে মিছিল ও পথসভা।